সারা বাংলা

হালকা বৃষ্টিতে বেড়েছে শীত, দেখা দিয়েছে ঠাণ্ডাজনিত রোগ

সাতক্ষীরায় হালকা বৃষ্টিতে শীতের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। হাসপাতালে বেড়েছে রোগীদের ভিড়।

রোববার (২৩ জানুয়ারি) কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা যায়, শীতজনিত নানা রোগে ভর্তি হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। এর বেশিরভাগই জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত।

স্বাস্থ্য বিভাগ জানায়, সাতক্ষীরায় হঠাৎ বৃষ্টিতে ঝেঁকে বসেছে শীত। ফলে প্রতিদিনই শিশুরা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। অসুস্থ শিশুদের ভর্তি করা হচ্ছে হাসপাতাল ও ক্লিনিকে। গত এক সপ্তাহে সাতক্ষীরা সদর ও শিশু হাসপাতাল মিলে ৬০ থেকে ৭০ জন শিশু ভর্তি হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুসাইন শাফায়াত বলেন, শিশুদের ঠাণ্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ ও বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।