জাতীয়

ক্বিরাত রিয়েলিটি শো’র ইয়েস কার্ড পেলো ঢাকার ১৫ কিশোর

ক্বিরাতবিষয়ক রিয়েলিটি শো ‘সাওতুল কোরআন’ সিজন-৭-এর ঢাকা বিভাগীয় অডিশনে ইয়েস কার্ড পেয়েছে ১৫ কিশোর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়ামে শনিবার (২২ জানুয়ারি) এ অডিশন হয়।

রোববার (২৩ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেয়। তাদের মধ্যে থেকে ১৫ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়। তারা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন—ক্বারী শায়েখ আবু সালেহ মো. মুসা ও ক্বারী হাবিবুর রহমান মিশকাত।

ইয়েস কার্ড পেয়েছে—আব্দুল্লাহ মাসউদ, নজরুল ইসলাম আকিব, ওয়ালীউল্লাহ মোখতার, রবিউল ইসলাম, মো. আব্দুর রহমান, নাঈম হাসনাত, জহিরুল ইসলাম, ফাতিন মাহতাব আবীর, আব্দুল করিম, মোহতাছিম বিল্লাহ, জোবায়ের আহমাদ, আহসানুজ্জামান, অর্ণব ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জায়েদ বিন নেছারী।

চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার ও তৃতীয় ৫০ হাজার টাকা পুরস্কার পাবে। এছাড়া, চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া সব ক্বারীকে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় রিয়েলিটি শো ‘সাওতুল কোরআন’ পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে এসএ টিভিতে প্রচার হবে।