সারা বাংলা

র‌্যাবের অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ৯ সদস্য আটক

কুমিল্লায় র‌্যাবের অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। এসময় ৪৪টি পাসপোর্ট, ৭২৮টি পাসপোর্টের ডেলিভারি স্লিপ ও ১ লক্ষ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়। রোববার (২৩ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪৯), বুড়িচং থানার আবিদপুর গ্রামের আ. রহিম এর ছেলে মো. আলাউদ্দিন (৩৫), কোতোয়ালী থানার ছোবিরা গ্রামের ফুলমিয়ার ছেলে জহিরুল হক (৪০), দেবিদ্ধার থানার ছোবরা গ্রামের মৃত ইব্রাহিম খলিল এর ছেলে মো. রনি (২৩), কোতোয়ালী থানার শামন্যাছা গ্রামের মৃত আ. মতিন এর ছেলে মো. মোশারফ হোসেন শফিক (১৯), কোতোয়ালী থানার ছোটরা এলাকার মৃত গোলাম মহিউদ্দিন এর ছেলে মো. জামাল মিয়া (৫৫), সদর দক্ষিণ থানার দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (১৯), সদর দক্ষিণ থানার রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (১৯), কোতোয়ালী থানার গুনানন্দি গ্রামের মৃত আলী আজমের ছেলে মো. নাছির (২৬)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।