সারা বাংলা

কালীগঞ্জে দুই পুলিশ কর্মকর্তা পেলেন আইজিপি পদক

গুরুত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃত স্বরুপ ঢাকা রেঞ্জে ১১ জন পুলিশ কর্মকর্তার মধ্যে গাজীপুর জেলার কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন আইজিপি পদক পেয়েছেন।

এছাড়াও ২০২০ সালে প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃত হিসেবে ঢাকা রেঞ্জে ২০ জন পুলিশ কর্মকর্তার মধ্যে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম মিজানুল হক একই পদকে ভূষিত হন।

গত ২১ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত হলেও রোববার (২৩ জানুয়ারি) রাতে ঢাকা পুলিশ রেঞ্জের পেইজ থেকে এই তালিকা প্রকাশিত হয়।

মুঠো ফোনে রাত ১০টার দিকে আইজিপি পদক প্রাপ্তির বিষয়টি যৌথভাবে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন ও ইন্সপেক্টর এ.কে.এম মিজানুল হক। তবে সোমবার (২৪ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে আইজিপি পদক প্রদানের কথা থাকলেও দেশের করোনার পরিস্থিতির তা বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, এ.কে.এম মিজানুল হক বর্তমানে গাজীপুর পুলিশ সুপার অফিসে ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন গাজীপুর জেলার কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কর্মরত।