জাতীয়

বিদেশে বিনিয়োগ করতে পারবেন দেশি উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

সার উৎপাদনে দেশীয় উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সারের চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদন করতে গেলে গ্যাসের সংকট হয়।  ফলে বিদেশে কারখানা করে সেই সার দেশে ব্যবহার করা যায় কিনা- সেই সম্ভাবনা বেসরকারি খাত উন্মোচন করতে পারে। বিদেশে উৎপাদিত সেই সার বাংলাদেশের চাহিদা মেটাবে, উদ্যোক্তারা চাইলে বাইরের দেশেও ব্যবহার করতে পারে। এর মাধ্যমে গ্যাসের সংকট কমবে। বিদেশে বিনিয়োগও বাড়বে। তবে দেশের স্বার্থ যেন আগে রক্ষা হয় সেই বিষয়টি উদ্যোক্তাদের নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।