চাকরি

বুয়েট নেবে কর্মকর্তা, আবেদন ২০ ফেব্রুয়ারির মধ্যে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন অফিস/বিভাগের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৯ ক্যাটাগরির পদে কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট। পদগুলোতে আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

বুয়েট-আইসিটি সেল

* আইটি ইঞ্জিনিয়ার: ১ জন (স্থায়ী পদ)। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

* হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার: ১ জন (স্থায়ী পদ)। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

* সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার: ১ জন (স্থায়ী পদ)। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

* সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের বিপরীতে): ১ জন (অস্থায়ী পদ)। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

ডিএইআরএস অফিস

* সহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা): ১ জন (স্থায়ী পদ)। বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা।

কেন্দ্রীয় লাইব্রেরি

* সহকারী লাইব্রেরিয়ান: ১ জন (স্থায়ী পদ)। বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা।

* জুনিয়র সহকারী লাইব্রেরিয়ান: ১ জন (স্থায়ী পদ)। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

রেজিস্ট্রার অফিস

* প্রশাসনিক অফিসার: ২ জন (স্থায়ী পদ)। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

বস্ত্র ও ধাতব কৌশল বিভাগ

* সহকারী এক্সপেরিমন্টাল ইঞ্জিনিয়ার: ২ জন (স্থায়ী পদ)। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

পদগুলোতে আবেদনের যোগ্যতা ও আবেদনের নিয়ম বুয়েটের ওয়েবসাইট http://regoffice.buet.ac.bd থেকে জানা যাবে। আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২।