সারা বাংলা

স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

নরসিংদীতে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে রাজিব মিয়া (২৮) ও পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রিফাত মিয়া (২৪)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় স্বামীর সাথে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এসময় তিন বখাটে ওই দম্পতিকে আটকিয়ে তাদের পরিচয় জানতে চায়।

একপর্যায়ে ঘোড়াশাল রেলস্টেশন থেকে টান ঘোড়াশাল স্টেশনের মধ্যখানে এক নির্জন স্থানে নিয়ে স্বামীকে মারপিট করে স্ত্রীকে তিনজন মিলে ধর্ষণ করে। পরে জরুরি সেবা- ৯৯৯ এ কল পেয়ে পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধার করে। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইমায়েদুল জাহেদী বলেন, ধর্ষণের ঘটনায় শনিবার রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।