চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ও আকবরের বোন জামাই সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বাদ আছর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে মরহুমের জানাজা হবে।