জাতীয়

‘ডায়াবেটিস নীরব মহামারি’

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘ডায়াবেটিস একটি নীরব মহামারি। এ রোগ জনস্বাস্থ্যের জন্য হুমকি। মানুষ নিজের অজান্তেই এ রোগে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন হতে হবে।’

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে বারডেম মিলনায়তনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ডায়াবেটিস সচেতনতা দিবস ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৬ বছরপূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী ও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী প্রমুখ।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ডায়াবেটিস সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। করোনা মহামারিতে ডায়াবেটিস রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে জীবনযাপনের মাধ্যমে এ ঝুঁকি মোকাবিলা করতে হবে।’