ফাগুনের মলাট

বইমেলায় নতুন উপন‌্যাস ‘মেয়েটি খুনি ছিলো’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে জাপান প্রবাসী লেখক ও সাংবাদিক পি আর প্ল্যাসিডের নতুন উপন‌্যাস ‘মেয়েটি খুনি ছিলো’। বইটি প্রকাশ করেছে অন্যন্যা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

কলেজ পড়ুয়া ছাত্রী মায়ের সাথে তার বড় বোনের বাসায় থাকে। সংবারে বাবা না থাকলে যা হয়। সেখান থেকে পড়াশোনা করে। একসময় বড় বোনের স্বামীর নজরে পড়ে মেয়েটি। সুযোগ সন্ধানী ভগ্নিপতী একসময় সুযোগের সদ্ব্যবহার করে। ফলে মেয়েটি হয়ে পড়ে অন্ত্বসত্তা।

সমাজের চোখে বিষয়টি খারাপ হবে মনে করে সে একসময় বাসা থেকে বাঁচার জন্য পালিয়ে যায় পরিচত একজনের বাসায়। সেখানে তাকে আশ্রয় দিলেও তার গর্ভের সন্তান হত্যা করে আবার সে সমাজে ভালো সাজার চেষ্টায় মাতে। এটাই হচ্ছে উপন্যাসের মূল বিষয়। 

লেখক জানিয়েছেন, এটা একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা।