ফাগুনের মলাট

বইমেলায় আবু জাফর খানের দ্বিভাষিক কবিতার বই

অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) মেলায় এসেছে আবু জাফর খানের ‘ILLUSIVE PRIMEVAL STONES - প্রত্নপাথর মায়া’। বইটি বাংলা-ইংরেজির দ্বিভাষিক সংস্করণ।

এই গ্রন্থে ১০০টি কবিতা বাংলাসহ ইংরেজিতে অনুসৃজন করে সংকলিত করা হয়েছে। কবিতাগুলো অনুসৃজন করেছেন: যুবক অনার্য, কুশল ভৌমিক, প্রত্যুশা সরকার (ভারত) ও শহিদুল ইসলাম নিরব।

এটি কবির দশম কবিতাগ্রন্থ। বইটি প্রকাশ করেছে পোয়েম ভেইন পাবলিশার্স। দাম ৫০০ টাকা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সোহেল আশরাফ খান। এটি পাওয়া যাচ্ছে ‘জিনিয়াস পাবলিকেশন্স’-এর ১০ নম্বর প্যাভিলিয়নে।

এ বিষয়ে আবু জাফর খান বলেন, ‘আমার পেশা ডাক্তারি হলেও নেশা শিল্পসাহিত্য নিয়ে কাজ করা। এ বইটি আমার লেখা ৩৫ বছরের ৯টি কবিতাগ্রন্থ থেকে বাছাই করা ১০০টি কবিতার বাংলা ইংরেজি সংকলন।’

উল্লেখ্য, আবু জাফর খানের এ পর্যন্ত ২১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।