বিনোদন

সমালোচনার মাঝেও প্রভাসের ভেলকি, ৩ দিনে আয় ১৫১ কোটি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির পর অভিযোগ উঠে—সিনেমাটির কয়েকটি দৃশ্যে তার অভিনয়ে অমরেন্দ্র বাহুবলীর ছায়া ফুটে ওঠেছে। এসব অভিযোগ পেছনে ফেলে প্রভাস তার ভেলকি দেখাচ্ছেন বক্স অফিসে। কারণ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।

‘রাধে শ্যাম’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ক্রিয়েশন্স এক টুইটে জানিয়েছে, ‘রাধে শ্যাম’ দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। তিন দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৫১ কোটি রুপি।  

তবে হিন্দি ভার্সনে গতকাল সিনেমাটির আয় কমেছে। বক্স অফিস ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সিনেমাটির (হিন্দি) আয় শুক্রবারের চেয়ে ৭০% কমেছে। যদিও এটি প্রত্যাশিত ছিল না। এ পর্যন্ত হিন্দি ভার্সনে সিনেমাটির মোট আয় ১৫.৫০ কোটি রুপি। সিনেমাটির আয় কমে যাওয়ায় অবাক হওয়ার কিছু নেই, কারণ রোমান্টিক ঘরানার সিনেমার দক্ষিণী ডাবিংয়ের বাজার এমনই।  

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ঐতিহাসিক এই সিনেমা এরই মধ্যে অনেক রেকর্ড ভেঙেছে। সিনেমাটির প্রধান বাজার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ভালো করছে, তা ছাড়াও ভারতের অন্যান্য স্থানে দর্শক পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা। প্রভাসের অনেক ভক্ত রয়েছে, বক্স অফিসে এর পারফরম্যান্স এখন পর্যন্ত অপ্রতিরোধ্য।

সিনেমাটির চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। তিনি একজন স্বনামধন্য জ্যোতিষী। তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। তাকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে।

গত বছর ৩০ জুলাই ‘রাধে শ্যাম’ সিনেমা মুক্তির কথা ছিল। করোনা মহামারির কারণে পরবর্তী সময়ে তা পেছানো হয়। গত ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির পাবে বলে জানান নির্মাতারা। এরপর ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে আবারো মুক্তি স্থগিত করা হয়। অবশেষে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ‘রাধে শ্যাম’।