খেলাধুলা

হাতুড়ি পিটিয়ে করাচির পিচ ঠিক করলেন অস্ট্রেলিয়া অধিনায়ক

করাচি টেস্টে পাকিস্তানকে ৫০৬ রানের টার্গেট দিয়েও শান্তিতে নেই অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ২১ রানের মধ্যে ২ উইকেট তুলে নিলেও তাদের উচ্ছ্বাসে ভাটা পড়ে বাবর আজম ও আব্দুল্লাহ শফিকের জুটিতে। কোনো কিছুতেই তাদের বিচ্ছিন্ন করা যায়নি। দুই ব্যাটসম্যানের শক্ত বন্ধন ছাপিয়ে আলো কাড়লেন প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার অধিনায়ককে দেখা গেল হাতুড়ি হাতে। করাচির পিচ ঠিক করলেন নিজ হাতে। ইনিংসের ৫৩তম ওভারের ঘটনা, যখন ক্যামেরন গ্রিনের হাতে বল। তিনি যেন স্বাচ্ছন্দে বল করতে পারেন, সেজন্য পিচে বলের ল্যান্ডিং এরিয়ার অসমান জায়গাগুলো হাতুড়ি পেটা করে সমান করতে দেখা গেছে কামিন্সকে। তার কাজে মুগ্ধ হয়ে যান পেছনে দাঁড়ানো গ্রাউন্ড স্টাফ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার হ্যাান্ডেল পিচে কামিন্সের হাতুড়ি পেটার ভিডিও পোস্ট করেছে। নর্স পুরাণের বজ্রের দেবতা থরের উদাহরণ দিয়ে ক্যাপশনে লেখা: ‘তো প্যাট কামিন্স কি থর?’

করাচির পিচ সমান করেও খুব একটা সুবিধা করতে পারেননি কামিন্স ও মিচেল স্টার্করা। বাবর ও শফিক ১৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন।