ফাগুনের মলাট

কাব্যশীলন-এসবিএসপি বই রিভিউ প্রতিযোগিতা

শুরু হচ্ছে বই রিভিউ প্রতিযোগিতা। কাব্যশীলন ও সোনার বাংলা সাহিত্য পরিষদের আয়োজনে সেরা পাঁচ রিভিউদাতা পাবেন মনোমুগ্ধকর চাইনিজ রেস্তরাঁয় পাঁচ লেখকের সঙ্গে আড্ডা ও নৈশভোজের সুযোগ। এছাড়া রয়েছে আকর্ষণীয় উপহার।

উল্লেখ্য, একজন পাঠক চাইলে একাধিক বইয়ের রিভিউও করতে পারেন। রিভিউর বিচারক হিসেবে থাকবেন কবি ফারুক মাহমুদ এবং কথাসাহিত্যিক মোহিত কামাল ও জাকির তালুকদার।

রিভিউর জন্য নির্বাচিত বইগুলো হলো- আলমগীর রেজা চৌধুরীর ‘শ্রেষ্ঠ কবিতা’ (জয়তী প্রকাশনী), মাসুদ পথিকের কাব্যগ্রন্থ ‘ধানবাজারে এইসব নন্দনবেপারি এন্ড নিউ কলোনিয়াল কোলাহল’ (জাগতিক প্রকাশ), অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘জলমাতালের মুখ’ (পুথিনিলয়), রাহিতুল ইসলামের উপন্যাস ‘কল সেন্টারের অপরাজিতা’ (প্রথমা প্রকাশন) এবং রাসেল রায়হানের উপন্যাস ‘আরও গভীরে’ (জ্ঞানকোষ প্রকাশনী)।

বইগুলোর রচনাশৈলী ও যোগ্যতার ওপর ভিত্তি করে পর্যালোচনা করুন। নিজে আনন্দ পান, পাঠের অনুভূতি অন্যের সাথে ভাগ করুন। অংশ নিন লেখক ও পাঠকের এই সুন্দর মেলবন্ধনে। লেখা পাঠানোর ঠিকানা: editor.Kabyashilan@gmail.com।