খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান দলে নবাগত আসিফ-হারিস

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের দলে দুই আনক্যাপড আসিফ আফ্রিদি ও মোহাম্মদ হারিসকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। টেস্ট সিরিজের পর তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

বাঁহাতি স্পিনার আসিফ সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে ছিলেন দুর্দান্ত। মুলতান সুলতান্সের হয়ে পাঁচ ম্যাচে নেন ৮ উইকেট। ২০ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান হারিস তার স্ট্রাইকিং ক্ষমতা দিয়ে দলে জায়গা করে নিয়েছেন। পেশাওয়ার জালমির হয়ে পাঁচ ম্যাচে অসাধারণ ১৮৬.৫ স্ট্রাইকে ১৬৬ রান করেন। হারিস গত বছর বাতিল হওয়া নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের দলে ছিলেন।

দুই খেলোয়াড়ই চলমান পাকিস্তান কাপেও খেলছেন। হারিস এরই মধ্যে খাইবার পাখতুনখাওয়ার হয়ে সাত ম্যাচে প্রায় ৪৪ গড় রানে করেছেন ২১৯ রান। একই দলের হয়ে আসিফ ৪.৩৯ ইকোনমি রেটে সাত ম্যাচ খেলে নেন ৮ উইকেট।

২০ জনের ওয়ানডে দলে থাকলেও একমাত্র টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক ও সৌদ শাকিল।

২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল হবে তিন ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ৫ এপ্রিল।

ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আব্দুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।