খেলাধুলা

আগের একাদশেই অস্ট্রেলিয়ার আস্থা

পাকিস্তানের বিপক্ষে সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। করাচিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের একাদশেই আস্থা রাখছেন সফরকারী অধিনায়ক প্যাট কামিন্স।

মানে লাহোর টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে কোনো পরিবর্তন নেই। করাচি টেস্টের পর টানা দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড। স্পিনার মিচেল সোয়েপসন তার স্থলাভিষিক্ত হন, শেষ ম্যাচেও থাকছেন তিনি।

একাদশ নিয়ে কামিন্স বলেছেন, ’১১ জনের সবাই শেষ টেস্টে যেভাবে খেলেছে তাতে আমরা সত্যিই খুশি। ইনজুরি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, প্রত্যেকে সতেজ আছে। আমরা একাদশ নিয়ে আত্মবিশ্বাসী।

রাওয়ালপিন্ডিতে একপেশে ড্রর পর করাচিতেও একই ফল হয়। কিন্তু বাবর আজমের মহাকাব্যিক ইনিংসের পর মোহাম্মদ রিজওয়ানের দারুণ ফিনিশিংয়ে তিন উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়াকে জিততে দেয়নি পাকিস্তান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল সোয়েপসন, নাথান লিয়ন।