খেলাধুলা

পাকিস্তানে অস্ট্রেলিয়ার কোচিং দলে ভেট্টরি

নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়ার কোচিং দলে যুক্ত হচ্ছেন। রোববার (২০ মার্চ) ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, সাদা বলের আসন্ন দুই সিরিজের জন্য অজিদের স্পিন বোলিং পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তান তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। এই দুটি সিরিজের জন্য স্পিনারদের পরামর্শকের দায়িত্ব পালন করবেন ভেট্টরি। 

মেলবোর্নে এই সপ্তাহে অস্ট্রেলিয়ান সাদা বলের দলের সঙ্গে যোগ দিবেন এই সাবেক স্পিন অলরাউন্ডার। দলটি এই সপ্তাহেই পাকিস্তানের উদ্দেশে রওনা হবে।

ভেট্টরির শেষ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ দলের সঙ্গে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দলটির স্পিন বোলিং কোচ ছিলেন ভেট্টরি। এর আগে ২০১৭ সালে ভারত সফরেও অস্ট্রেলিয়ার কোচিং দলে খণ্ডকালীন কাজ করেন ভেট্টরি।

তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন জন্মসূত্রে পাকিস্তানি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফাওয়াদ আহমেদ।