বিশ্বকাপে হারতে হারতে ক্লান্ত হয়ে যাওয়ার কথা পাকিস্তানের নারী জাতীয় ক্রিকেট দলের। ওয়ানডের বিশ্বসেরা হওয়ার প্রতিযোগিতায় টানা ১৮ ম্যাচ হার, অবশেষে এলো ‘অপরিচিত’ জয়। বছর ও দিনের হিসাবে ১৩ বছর ৭ দিন পর বিশ্বকাপে তারা প্রথম জয় পেল ৮ উইকেটে।
হ্যামিল্টনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর। পুনর্নিধারিত ২০ ওভারে পাকিস্তানের স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজকে থামায় ৭ উইকেটে ৮৯ রানে। বিশেষ করে নিদা দার তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করেন ১০ রানে ৪ উইকেট নিয়ে।
সেডন পার্কে রান করা সহজ না হলেও দিয়েন্দ্রা ডট্টিনে দারুণ শুরু করে টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানরা। প্রথম তিন ওভারে চারের ফুলঝুরি দেখা যায় তার ব্যাটে, এর মধ্যে ডায়ানা বেগের এক ওভারে তিনটি বাউন্ডারি ছিল তার। অন্য প্রান্ত থেকে বাঁহাতি স্পিনার আনাম আমিন চার ওভারের পাওয়ার প্লের শেষ ওভারটিতে মেইডেন দিয়ে চাপে রাখেন প্রতিপক্ষকে।
পরের ওভারে হ্যালি ম্যাথিউজকে (১) টপ এজে মুনিবা আলীর ক্যাচ বানিয়ে ব্রেকথ্রু আনেন ফাতিমা সানা। অধিনায়ক বিসমাহ মারুফ দুই প্রান্ত থেকে আমিন ও আরেক বাঁহাতি স্পিনার নাশরা সান্ধুকে দিয়ে বোলিং করাতে থাকেন।
ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দার, দশম ওভারে বল হাতে নিয়ে প্রথমেই ডট্টিনকে (২৭) ফিরতি ক্যাচে ফেরান। তিন নম্বরে উঠে আসা স্টেফানি টেলর ম্যাচে ছাপ রাখতে পারেননি, ৩১ বলে ১৮ রান করে শিকার সান্ধুর। ইনিংসের ১৭তম ওভারে উইকেট মেইডেন নেন পাকিস্তানি বোলার।
ডট্টিনের পর টেলর ও অ্যাফি ফ্লেচার ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান পাননি। মিডল অর্ডার তছনছ করে দেন দার। দুই বলে দুটি উইকেট নেন তিনি।
শেষ দিকে ফ্লেচার ও আলিয়াহ আলিনের ২৩ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯০-এর কাছাকাছি রান করে উইন্ডিজ।
সহজ লক্ষ্যে নেমে হোঁচট খায়নি পাকিস্তান। যদিও ২২ রানে সিদ্রা আমিনের (৮) উইকেট হারায় তারা। এরপর মুনিবার ৪৩ বলে ৩৭ রানের ইনিংসে জয়ের বন্দরের দিকে এগোতে থাকে তারা। অধিনায়ক বিসমাহ ২০ ও ওমাইমা সোহেল ২২ রানে অপরাজিত থেকে দলকে জেতান। ১৮.৫ ওভারে ২ উইকেটে ৯০ রান করে পাকিস্তান।
৪৭৭৫ দিন পর পাকিস্তান বিশ্বকাপে জয় পেল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। কাকতালীয় ব্যাপার, ২০০৯ সালে আগের জয়টিও ছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে। এই দুই জয়ের স্বাদ পাওয়া একমাত্র খেলোয়াড় বিসমাহ।
ছয় ম্যাচে তৃতীয় হারের পরও ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান প্রথম পয়েন্টের দেখা পেলেও সবার শেষে আটে।