খেলাধুলা

হারের পরও ইতিবাচক বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই করে হার। বাংলাদেশ নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল ভালোভাবে। কিন্তু পঞ্চম ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেল না তারা। তারপরও অনেক ইতিবাচক অধিনায়ক নিগার সুলতানা।

হ্যামিল্টনের সেডন পার্কে আগে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। স্মৃতি মান্ধানা (৩০) ও শেফালি ভার্মার (৪২) জুটি ভাঙলে বিপদে পড়ে ভারত। স্কোরবোর্ডে ৭৪ রান থাকতেই তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে ইয়াস্তিকা ভাটিয়ার হাফ সেঞ্চুরি এবং শেষ দিকে পুজা বাস্ত্রকর (৩০) ও স্নেহ রানার (২৭) ব্যাটে ২২৯ রান করে ভারত।

ফিল্ডিং নিয়ে প্রশংসা করলেন নিগার, ‘আমরা ভালোভাবে বল করেছিলাম এবং কম রানের মধ্যে তাদের আটকে দিয়েছিলাম, এটা চমৎকার।’ নিয়মিত উইকেটকিপার শামীমা সুলতানা না থাকায় উইকেটের পেছনে গ্লাভস পরেছিলেন অধিনায়ক। এনিয়ে তার বক্তব্য, ‘কারণ আজ শামীমা খেলেনি, তবে এতে (কিপিং) আমার অধিনায়কত্ব করা সহজ হয়েছিল।’

২৩০ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারায়। অলআউট হয় ১১৯ রানে, ৪০.৩ ওভার পর্যন্ত তারা টিকে ছিল মাঠে। হারের কারণ হিসেবে নিগার বললেন, ‘দ্রুত উইকেট হারালে এটা (ঘুরে দাঁড়ানো) কঠিন। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এই ম্যাচে আগেরটির মতো আমরা বড় জুটি গড়তে পারিনি। আমি মনে করি এটার মাশুল দিতে হয়েছে আমাদের।’

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিতু মনি ও দুটি পান নাহিদা আক্তার। সালমা কোনো উইকেট না পেলেও তার ইকোনমি রেট ছিল ঈর্ষনীয়, ৮ ওভারে ১ মেইডেনসহ ২৩ রান দেন, ইকোনমি ২.৮৭।

১১০ রানে হারলেও বোলারদের পারফরম্যান্সে ইতিবাচক নিগার, ‘আমাদের জন্য আজ বেশ কিছু ইতিবাচক বিষয় ছিল। বোলাররা খুব ভালো করেছে, বিশেষ করে সালমা খাতুন ও রিতু মনি।’