খেলাধুলা

যে কীর্তি বাবরই প্রথম গড়লেন

অস্ট্রেলিয়া ৩৪৯ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও জয়ের স্বপ্ন দেখছিল। তা ভেঙে খানখান বাবর আজম ও ইমাম উল হকের ব্যাটে। এক ওভার হাতে রেখে পাকিস্তানের ৬ উইকেটের জয়ে দুজনই করেছেন সেঞ্চুরি। তবে বাবর এমন এক কীর্তি গড়েছেন, যা আগে করে দেখাতে পারেনি পাকিস্তানের কেউ।

লাহোরে দ্বিতীয় ওয়ানডে শেষে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাতে বাবর ১১৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের কোনো অধিনায়কের এটাই প্রথম সেঞ্চুরি। এই ফরম্যাটের ইতিহাসে কোনো পাকিস্তানি অধিনায়ক অজিদের বিপক্ষে শতক পাননি। দলটির বিপক্ষে তাদের সর্বোচ্চ স্কোর করা অধিনায়ক ছিলেন ইমরান খান, ১৯৯০ সালে ব্রিসবেনে ৮২ রান করেন।

বৃহস্পতিবারের এই ম্যাচেই আরেকটি দুর্দান্ত রেকর্ড গড়েছেন ২০১৫ সালে ওয়ানডেতে অভিষিক্ত বাবর। সবচেয়ে দ্রুততম ১৫ ওয়ানডে সেঞ্চুরির মালিক তিনি। ৮৩ ইনিংসে এই কীর্তি গড়ে পেছনে ফেলেছেন হাশিম আমলা (৮৬) ও বিরাট কোহলিকে (১০৫)।