ফটো ফিচার

ছবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

পবিত্র মাহে রমজানের এক গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ বিষয় ইফতার। ব্যক্তি বিশেষে এই আয়োজনে থাকে ভিন্নতা। পছন্দ মতো আইটেম দিয়ে সাধারণত ইফতারের পর্বটি সারেন সবাই। তবে পুরান ঢাকার ইফতারির ঐতিহ্য এখনো বজায় রয়েছে।

রমজান মাস এলেই পুরান ঢাকার চক বাজারে বসে ঐতিহ্যবাহী ও নানা স্বাদের ইফতারের পসরা। ক্রেতারা এসব খাবারের পসরা থেকে পছন্দ মতো আইটেম নিয়ে ঘরে ফেরেন। পুরান ঢাকার ইফতারের আয়োজন নিয়ে এই ফটো ফিচার।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ইফতার কিনতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে

‘বড় বাপের পোলায় খায়’ পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার আইটেমের মধ্যে অন্যতম

জিলাপির স্বাদ নিতে ইফতার কিনতে আসেন অনেকে

বেগুনি,আলুর চপ, কাবাব ইত্যাদি আইটেম ছাড়া যেন ইফতারি অসম্পন্ন থেকে যায়। ক্রেতাদের জন্য সেগুলোর পসরা সাজিয়ে রাখেন দোকানিরা

চক বাজরে ইফতারের আয়োজনে থাকে আস্ত মুরগীর রোস্ট

পুরান ঢাকায় ইফতার কিনতে আসা মানুষদের আরো একটি পছন্দের নাম দই বড়া