আন্তর্জাতিক

রাশিয়ার ১৯ কূটনীতিককে বেলজিয়াম ছাড়তে বললো ইইউ

কূটনীতি বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার ১৯ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  যতোদ্রুত সম্ভব তাদের বেলজিয়াম ছাড়ারও নির্দেশ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৫ এপ্রিল) একথা জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে ইইউ জানায়, ‌‌সংস্থাটির পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি জোসেপ বোরেলের সিদ্ধান্ত অনুযায়ী ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ১৯ কূটনীতিক তাদের মর্যাদা বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন তাই তাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'

এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম ও স্পেন রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছিল। 

সূত্র: রয়টার্স