খেলাধুলা

ক্লপের হাত ধরে লিভারপুলের ইতিহাস

বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে লিভারপুল। পর্তুগিজদের মাঠে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে তারা। তাতে করে ইয়ুর্গেন ক্লপের দল একাধিক নতুন রেকর্ড তৈরি করেছে।

ইব্রাহিম কোনেট, সাদিও মানে ও লুইস দিয়াজের গোলে প্রতিপক্ষের মাঠে অসাধারণ এই জয় পায় অলরেডরা। আগামী সপ্তাহে এনফিল্ডে ফিরতি লেগে বলতে গেলে তারাই একমাত্র ফেভারিট।

এই জয়ের পথে দারুণ কিছু রেকর্ড গড়েছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে এনিয়ে শেষ আটটি অ্যাওয়ে ম্যাচের প্রত্যেকটি জিতেছে তারা। প্রতিপক্ষের মাঠে এটাই সর্বকালের সেরা রেকর্ড। এই সময়ে ১৬ গোল করেছে ক্লপের দল, খেয়েছে মাত্র দুটি।

এছাড়া চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান কাপে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচ জিতল লিভারপুল। জো ফ্যাগানের অধীনে ১৯৮৪ সালের সেপ্টেম্বরে এই কীর্তি গড়েছিল তারা।

এছাড়া ১৯৮৪ সালের অক্টোবরের পর প্রথমবার ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় হারাল তারা বেনফিকাকে। ওইবারও ৩-১ গোলে জিতেছিল লিভারপুল। তারপর থেকে সবশেষ ম্যাচের আগে তিনবার খেলে প্রত্যেকবার হেরে যায় কোনো গোল না করে।