আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ। জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়েছেন তিনি। আসিফ মানেই বিতর্ক, রোমাঞ্চকর উত্থান-পতনের গল্প। সেসব গল্প অনেক ফিকশনকেও হার মানায়। আসিফের উত্থান, রাজনীতির মঞ্চে আবির্ভাব কিংবা মামলা মাথায় নিয়ে হাজতবাস। এসব কিছু্ই এসেছে এক মলাটে।
ছোটবেলা থেকে ক্রিকেট পাগল। পাশাপাশি চলতো দরাজ গলায় আইয়ুব বাচ্চু, মাইলস, জেমস বা তপনের গান। পাগলের মতো দিনরাত ক্রিকেটের পেছনে সময় দিয়েছেন। স্কুল, কলেজ, জেলা এমনকি বিভাগীয় পর্যায়েও ক্রিকেট খেলেছেন। সব সময়ই ছিলেন দলনেতা।
ক্রিকেটের নেশা যেমন তার রক্তে, তেমনি গানের নেশাও। ঈশ্বর প্রদত্ত ভরাট কণ্ঠে চলতে ফিরতে সব সময়ই গান গাইতেন। একসময় ক্রিকেটের চেয়ে বেশি ঝুঁকে পড়েন গানে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তার গান গাওয়া শুরু হয়।
একসময় প্রিয় শহর কুমিল্লা ছেড়ে চলে আসেন রাজধানী ঢাকায়। গানের প্রতি প্রচণ্ড নেশা, ভাগ্য দেবতার কৃপায় একসময় পরিচয় হয় গীতিকার, সুরকার ইথুন বাবুর সঙ্গে। তিনি আসিফের ভরাট কণ্ঠ শুনে মুগ্ধ হন। আসিফকে দিয়ে গান করান ‘বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?’ এই গান রিলিজ হওয়ার পর বাকিটা ইতিহাস।
গান, ক্রিকেট, প্রেম, বিয়ে, সংসার, জীবনযুদ্ধ, পাওয়া, হারানো, শিল্পীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতানৈক্য, সবসময় সোজাসাপ্টা কথা বলা- এসব ছাড়াও আসিফের জীবনের অনেক অজানা কাহিনিকে মলাটবন্দি করেছেন সাংবাদিক ও লেখক সোহেল অটল। এটি কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনী গ্রন্থ- ‘আকবর ফিফটি নট আউট’।
শনিবার (১৪ মে) বিকালে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা উৎসবে বইটির লেখক সোহেল অটল বলেন, ‘শিল্পী আসিফের জীবনের ঘটনাপ্রবাহ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তার জীবনের পরতে পরতে রোমাঞ্চকর বিষয় রয়েছে, যা একজন ফিকশন রাইটার হিসেবে আমাকে উদ্বুদ্ধ করেছে জীবনী গ্রন্থ লিখতে।’
অটল আরও বলেন, ‘তাছাড়া শিল্পী আসিফ আকবর সমাজের আলোচিত সেলিব্রিটি। তার জীবনের না-বলা ঘটনাপ্রবাহের প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। সত্যি বলতে এ জীবনী গ্রন্থে এমন কিছু আছে যা অনেককেই চমকে দিতে পারে।’
নিজের জীবনী গ্রন্থ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘নানান সময়ে পত্রপত্রিকা কিংবা টেলিভিশন ইন্টারভিউয়ে আমার জীবনের খণ্ডিত অংশ উঠে এসেছে। সব সময় সব কথা বলতেও পারিনি, বলা যায়ও না। এবার মনে হলো- জীবনী গ্রন্থে সেসব অজানা গল্প লিপিবদ্ধ হয়ে থাকুক। সোহেল অটল বেশ ভালো লেখেন। তাকেই এটা লেখার উপযুক্ত মনে হয়েছে আমার।’
আসিফ আকবরের জীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সাহস।