সারা বাংলা

হাটহাজারীতে তিনটি তক্ষকসহ আটক ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজার এলাকা থেকে বিলুপ্ত প্রজাতীর তিনটি তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছে বন বিভাগ। 

শনিবার (২১ মে) দুপুরে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সহায়তায় বন বিভাগের হাটহাজারী রেঞ্জ তক্ষকগুলো উদ্ধার করে। 

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, তক্ষক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কাটিরহাট বাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি করে তিনটি বিরল প্রজাতীর তক্ষক ও দুই পাচারকারীকে আটক করা হয়। 

আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত তক্ষক হাটহাজারী রেঞ্জের সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।