অন্য দুনিয়া

৫০ দিন বাইক চালিয়ে সৌদি আরবে পৌঁছান আবরার

পাকিস্তানি বাইকার এবং ব্লগার আবরার হাসান। ইতিমধ্যেই ৮০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। যার মধ্যে অন্তত ১২টি দেশ ভ্রমণ করেছেন মোটরসাইকেলে অর্থাৎ বাইকে। এ বছর তার স্বপ্ন ছিল, বাইক চালিয়ে সৌদি আরব গিয়ে ওমরাহ পালন করবেন।

অবশেষে ৫০ দিন বাইক চালিয়ে সৌদিআরব পৌঁছান ভ্রমণপ্রেমী এ তরুণ। আরব নিউজের খবরে বলা হয়েছে, আবরার হাসান জার্মানির একটি কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তার জন্মশহর নানকানা সাহিব থেকে গত ৯ ফেব্রুয়ারি তিনি বাইকে যাত্রা শুরু করেন। ৫০ দিন বাইক চালিয়ে গত ২৭ মার্চ মদিনায় পৌঁছান। সেখান থেকে মক্কা নগরীতে গিয়ে ওমরাহ পালন করেন আবরার।

এ প্রসঙ্গে আরব নিউজকে ভ্রমণপ্রেমী এই তরুণ বলেন, ‘আমার সারা জীবনের স্বপ্ন ছিল মোটরবাইকে করে সৌদি আরব যাব। অবশেষে এই বছর আমার সেই স্বপ্ন পূরণ হয়। অনেক অনুভূতি আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার কাছে এই ভ্রমণের সব কিছুই অন্যরকম ছিল। আর এই ভ্রমণকালের প্রতি মুহূর্তকে আমি ভালোবাসি।’

ভ্রমণের স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করে আবরার জানান, ‘সউদিতে পৌঁছে একদল নারীকে চা বিক্রি করতে দেখি। তারা যখন জানতে পারে যে আমি মোটরসাইকেলে করে পাকিস্তান থেকে উমরাহ পালন করতে এসেছি, তারা তখন আমার থেকে কোনো অর্থই নেয়নি, তারা বলছিল, আপনি আমাদের মেহমান।’