ফটো ফিচার

ছবিতে স্নিগ্ধ সাই পল্লবী

জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তামিল, তেলেগু ও মালায়ালাম সিনেমাতে বেশি অভিনয় করেন। অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় অভিনয় করে সবার নজরে আসেন সাই। এটি ছিল নয়িকা হিসেবে তার প্রথম সিনেমা। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। এরপর ‘কালি’, ‘ফিদা’ প্রভৃতি সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসা পায়। পরবর্তী সময়ে তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করে দর্শক ও ভক্তদের ভূয়সী প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। সাই পল্লবীকে নিয়ে এই ফটো ফিচার।

সাই পল্লবীর জন্ম তামিলনাড়ুর কোটাগিড়িতে

এমবিবিএস ডিগ্রি থাকলেও অভিনয়কে পেশা হিসেবে নিয়েছেন সাই

প্রাতিষ্ঠানিকভাবে কোনোদিন নাচের প্রশিক্ষণ না নিলেও সিনেমায় নাচের জন্য বেশ প্রশংসা পান সাই পল্লবী

২০০৫ সালে তামিল ভাষার ‘কাসথুরি মান’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন

২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের জরিপে অনূর্ধ্ব ৩০ সেরা ইন্ডিয়ান হিসেবে শীর্ষ ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন