খেলাধুলা

লেভানডোফস্কিকে ছাড়বে না বায়ার্ন

বায়ার্ন মিউনিখ রবার্ত লেভানডোফস্কিকে এই মৌসুমে ছাড়ছে না। বাভারিয়ানরা আরও এক মৌসুম রাখতে চাচ্ছে পোল্যান্ডের এই তারকাকে। আর সেটা বোঝা গেছে তার এজেন্ট ও বার্সেলোনার আগ্রহকে উপেক্ষা করার ধরন দেখে।

লেভানডোফস্কির এজেন্ট বার বার তার বিষয়ে বায়ার্নকে বার্তা দিচ্ছি। অন্যদিকে বার্সেলোনাও আগ্রহ প্রকাশ করে যাচ্ছে। কিন্তু তার কোনোটিতেই সাড়া দিচ্ছে না জার্মানির ক্লাবটি।

বায়ার্নের সাবেক প্রেসিডেন্ট উলি হোয়েনেস জানিয়েছেন, তারা লেভানডোফস্কির ওপর ভরসা রাখছেন, ‘বায়ার্নের নতুন দলটি নিয়ে বেশ গভীরভাবে কাজ করা হচ্ছে। গেল সপ্তাহে আমার কাছে যে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে যেটা যদি কাজে দেয় তাহলে লেভানডোফস্কিসহ আমাদের দারুণ একটা দল হতে যাচ্ছে আগামী মৌসুমে।’

একইভাবে বায়ার্ন পোলিশ তারকার এজেন্ট ও বার্সেলোনার কাছে বার্তা পাঠিয়েছে। এ বিষয়ে হোয়েনেস বলেছেন, ‘আসলে তার এজেন্ট ও বার্সেলোনা যেভাবে চাচ্ছে সেভাবে কাজ হচ্ছে না। সে কারণে তারা ক্ষুব্ধ। আমি সকলকে বলবো পরিস্থিতি বুঝতে এবং বাড়াবাড়ি না করতে। বায়ার্ন ও লেভানডোফস্কির ওপর সূর্যের হাসি ঠিকরে পড়বে। আমাদের পরিকল্পনাটা তেমনেই।’

বায়ার্নের সঙ্গে লেভানডোফস্কির চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। এবারই সুযোগ তাকে নিয়ে বাজি ধরার, কিছু একটা করার। হোয়েনেস এ বিষয়ে বলেছেন, ‘তার স্থলাভিষিক্ত করার জন্য আপনার যদি কোনো বিকল্প না থাকে তাহলে তাকে ছাড়াটা এই মুহূর্তে কঠিন। আমি বায়ার্নকে সুপারিশ করবো তাকে আরও একটি বছর বেশি রাখার। এরপর আমরা দেখবো সে কি ফ্রি-তে বায়ার্ন ছেড়ে যায় নাকি চুক্তি নবায়ন করে।’