খেলাধুলা

এমবাপ্পে কখনও পিএসজি ছাড়তে চায়নি: আল খেলাইফি

হঠাৎ করে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদকে প্রত্যাখ্যান করে কিলিয়ান এমবাপ্পে থেকে গেছেন প্যারিস সেন্ট জার্মেইতে। ফ্রি ট্রান্সফারে তিনি প্যারিস ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন, এমন গুঞ্জন উঠেছিল জোরেশোরে। কিন্তু স্প্যানিশ ক্লাবকে হতবাক করে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়ান। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি জোর গলায় বললেন, আসলে এমবাপ্পে কখনও পিএসজি ছাড়তে চাননি।

এমবাপ্পে মুখ ফিরিয়ে নেওয়ায় স্পেনে নিন্দার ঝড় উঠেছিল। লা লিগা প্রধান জাভিয়ের তেবাস ফরাসি স্ট্রাইকারের নতুন চুক্তি নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানান। 

আল খেলাইফি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ থেকে এমবাপ্পের জন্য গত মৌসুমে ১৮ কোটি ইউরোর প্রস্তাব নাকচ করেছিলাম কারণ আমি জানতাম যে কিলিয়ান পিএসজিতেই থাকতে চেয়েছিল। আমি তাকে ভালোভাবে চিনি। আমি জানি সে ও তার পরিবার কী চায়। টাকার জন্য সে চলে যাবে না। তার শহরের জন্য এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছে সে।’