রাজনীতি

আওয়ামী লীগসহ ১৩ রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক আজ

আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জুন) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কিত এই সভা বেলা ৩টায় ইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

এর আগে, দুই ধাপে ২৬ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। গত ১৯ ও ২১ জুন দুই ধাপে ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ইভিএম যাচাই বিষয়ক সভা করেছে ইসি। এই দুই ধাপে ১৮টি দল উপস্থিত ছিলো। তবে উপস্থিত হয়নি  বিএনপিসহ আট দল।

আজকের সংলাপে যেসব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।