আইন ও অপরাধ

গাড়ি চুরি চক্রের ১২ সদস্য গ্রেপ্তার 

যাত্রী সেজে, আবার কখনও ‘মাস্টার কি’ (বিশেষ চাবি) দিয়ে পার্কিং করে রাস্তার পাশে রাখা গাড়ির লক ভেঙে চোখের পলকেই গাড়ি নিয়ে সটকে পড়ে গাড়ি চোর চক্রের সদস্যরা। এমন একটি গাড়ি চুরি চক্রের ১২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকাসহ গাজীপুরে এই চোর চাক্রের সদস্যরা ট্রাক মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকার ও পিকআপ চুরি করে নিয়ে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফকিরা গার্মেন্টসের পশ্চিম পাশে মেসার্স সনিয়া এন্টারপ্রাইজ নামের ভাঙারির ওয়ার্কশপে রাখে।  

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৮ জুন) দিবাগত মধ্য রাতে তাদেরকে গ্রেপ্তার করে। 

গ্রেফতারকৃতরা হলো গাজীপুরের জয়দেবপুর থানার নয়াপাড়া ভবানীপুর (বেগমপুর) গ্রামের সামছুল হকের ছেলে রুবেল (৩২), ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৮০) , মৃত লাইচ ভূঁইয়ার ছেলে আলম ভূঁইয়া (৪৫), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাঙ্গলবাড়ীয়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে কবিরুল হক (২০), পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নান্দুহার গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন (২৮), বরিশালের মুলাদী উপজেলার খাসেরহাট গ্রামের আলমগীর মল্লিকের ছেলে সজীব মল্লিক (২০), হবিগঞ্জ জেলা সদর থানার দানিআলপুর গ্রামের মৃত অরুন চন্দ্র কুড়ির ছেলে বিধান কুড়ি (৩৫), সুনামগঞ্জ জেলা সদর থানার জাহাঙ্গীর নগর গ্রামের মৃত মহরম আলীর ছেলে মাসুদ মিয়া (২৬), কুমিল্লার মুরাদনগর উপজেলার চাউপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে শহীদ (৩৫), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে জনি মিয়া (২৩), নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুটিকা গ্রামের আবুল হাশেমের ছেলে রমজান মিয়া (১৯), জামালপুরের ইসলামপুর উপজেলার বীর নন্দনাপাড়া গ্রামের মৃত ফয়েন মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৯)। 

বৃহস্পতিবার (৩০ জুন) জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান,  আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে কৌশলে ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেল চুরি করে বিক্রি করতেন।