শিক্ষা

শিক্ষক হত্যা: হাজী ইউনুছ আলী কলেজের গভর্নিং বডি স্থগিত

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির অ‌্যাডহক কমিটি স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন: হিরোইজম দেখাতে গিয়ে শিক্ষককে মারধর করে জিতু: র‌্যাব

তিনি বলেন, শিক্ষা বোর্ডের সিদ্ধান্তক্রমে আজ কলেজের গভর্নিং বডির অ‌্যাডহক কমিটি স্থগিত করা হয়েছে।

গত ২৫ জুন (শনিবার) দুপুরে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ওই ছাত্র ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে অতর্কিত হামলা চালায় শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর। প্রথমে ওই ছাত্র শিক্ষকের মাথায় আঘাত করে এবং পরে পেটাতে থাকে। এছাড়া স্ট্যাম্পের সূচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় উৎপলকে প্রথমে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে সাভারের এনাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সোমবার (২৭ জুন) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় বুধবার (২৯ জুন) আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করে র‌্যাব।

পড়ুন

 প্রেমিকার সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখে শাসন, ক্ষোভে ‘হত‌্যার’ পরিকল্পনা

শিক্ষক হত্যা: আসামি জিতুর বাবা ৫ দিনের রিমান্ডে