আন্তর্জাতিক

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭

ইউক্রেনের শহর ওডেসায় রাশিয়ায় মিসাইল হামলায় ১৭ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

ইউক্রেনের স্থানীয় গভর্নর অভিযোগ করে জানিয়েছেন কৃষ্ণ সাগর সংলগ্ন ওডেসায় বৃহস্পতিবার (৩০ জুন) রাশিয়ার সেনা মিসাইল হামলা চালিয়েছে। সর্বশেষ বড় হামলাগুলোর মধ্যে এটি অন্যতম।

গভর্নরের দাবি, একটি বহুতলে হামলা চালানো হয়। ঘটনায় এখনো পর্যন্ত ১৭ জন বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার কথা জানা গেছে। অনেকেই আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ওডেসা অঞ্চলেই আরেকটি হাসপাতাল সংলগ্ন অঞ্চলে রাশিয়া আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। যদিও সেখানে কারো মৃত্যু হয়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বহুতলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক লোক। রাশিয়া আবারো বেসামরিক ব্যক্তিদের ওপর আক্রমণ চালিয়েছে। রাশিয়া অবশ্য এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়া মিসাইলটি কৃষ্ণসাগর অঞ্চলে বিমান থেকে ছুঁড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্থানীয় প্রশাসন। ওডেসার সামরিক প্রশাসনের মুখপাত্র সের্গেই ব্রাচুক জানিয়েছেন, অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সাউথ এর উদ্বৃতি দিয়ে তিনি বলেন, কৃষ্ণ সাগরে কৌশলগত যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সূত্র: রয়টার্স, আরব নিউজ, টাইমস অব ইন্ডিয়া