খেলাধুলা

ইংল্যান্ডে সাদা বলের সিরিজে নেতৃত্বে ফিরছেন রোহিত

কোভিড পজিটিভের কারণে ইংল্যান্ডের বিপক্ষে পুনঃনির্ধারিত টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। তার পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা। তবে সাদা বলের সিরিজে প্রথম থেকেই অধিনায়কত্ব করবেন রোহিত।

বৃহস্পতিবার বিসিসিআই টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের স্কোয়াডে তাকে রেখেছে। সাউদাম্পটনে ৭ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে রোহিতের খেলার কথা ছিল। কিন্তু টেস্ট ম্যাচ না খেলার কারণে প্রথম টি-টোয়েন্টিতেই খেলবেন তিনি। 

বিরাট কোহলি, ঋষভ পান্ত, যশপ্রীত বুমরা ও শ্রেয়াস আইয়ার এজবাস্টনে ৯ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলের সঙ্গে যোগ দেবেন।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ শামি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ছোট ফরম্যাটের দলে ডাকা হয়নি তাকে। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিশ্বকাপে তাকে বিবেচনায় নেওয়া হচ্ছে না।

অবশ্য শামি ওয়ানডে দলে আছেন, যে সিরিজ হবে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত।

প্রথম টি-টোয়েন্টি শেষে দেশে ফিরবেন রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপাঠী।