আইন ও অপরাধ

‘জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘র‍্যাব সব সময় জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়।’

শুক্রবার (১ জুলাই) গুলশানের হলি আর্টিজান হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ‘দীপ্ত শপথ’ ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘র‍্যাব এ পর্যন্ত ৩ হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে। হলি আর্টিজানে হামলার পর আমরা দেড় হাজারের বেশি জঙ্গিকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার জঙ্গিদের মধ্যে উল্লেখযোগ্য হলো—হামলার মূল পরিকল্পনাকারী সারোয়ার জাহান, অর্থায়ন ও পরিকল্পনার সঙ্গে জড়িত শরিফুল ইসলাম খালেক ও মামনুর রশিদ রিপন। এছাড়া, বিভিন্ন বাহিনী একসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা সমন্বিতভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে জঙ্গিদের নেটওয়ার্ক ও আস্তানা গুঁড়িয়ে দিয়েছি। এর ধারাবাহিকতা ধরেও রেখেছি। সাইবার জগতে আমরা জঙ্গি কার্যক্রমের বিষয়ে নজরদারি রেখেছি।’

তিনি আরও বলেন, ‘১৬ জঙ্গিকে ডিরেডিকালাইজড করেছি। তাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে তারা আবার জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। কেউ যদি জঙ্গিবাদের পথ ছেড়ে ভালো পথে আসতে চায়, কোনো অপরাধে জড়িত না হয়, তাদের শান্তির পথে আসার আহ্বান জানাচ্ছি।’

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে যে মর্মান্তিক ঘটনা ঘটে, তাতে ৩ বাংলাদেশিসহ ২০ জন নিহত হন। যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করছি। র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল আজাদ সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান। তার রুহে আত্মতার মাগফেরাত কামনা করছি।’