অর্থনীতি

দশম বর্ষে দেওয়ান আইসিটি

২০১৩ সালের পহেলা জুলাই ‘সেবাই প্রথম’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে দেওয়ান আইসিটি। ইতিবাচক সেবা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ৯ বছর পূর্ণ করে আজ দশম বর্ষে পদার্পণ করেছে।

শুক্রবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য দক্ষ ব্যক্তি তৈরি করেছে দেওয়ান আইসিটি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন শিক্ষার্থীরা। দেওয়ান আইসিটি হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে।

দেওয়ান আইসিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মো. জুলহাস মিয়া বলেন, ‘দেওয়ান আইসিটির আজকের এই অবস্থানের পেছনের কারিগর যারা এখানে চাকুরী করেছেন বা করছেন। আমার বিশ্বাস সবার ভালোবাসায় দেওয়ান আইসিটি বহুদূর এগিয়ে যাবে। সেবা দিবে দেশ ও দেশের মানুষদের।’

উল্লেখ্য, গত ১০ বছরের দেওয়ান আইসিটি কাজ করেছে সরকারি ও বিভিন্ন প্রাইভেট সেক্টরে। আইসিটি ট্রেনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, ডোমেইন রেজিষ্ট্রেশন, হোস্টিং, সিসিটিভি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, আইটি সার্পোটসহ নেটওয়ার্কিং সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।