খেলাধুলা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না স্টোকস

জুলাই মাসের ৭ তারিখ থেকে ভারতের বিপক্ষে শুরু হবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজে খেলবেন না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। শুক্রবার এমনটাই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টি-টোয়েন্টিতে না খেললেও ওয়ানডেতে খেলবেন এই অলরাউন্ডার। তার সঙ্গে ওয়ানডে সিরিজে খেলবেন জো রুট, জনি বেয়ারস্টো ও ক্রেইগ ওভারটন।

আগেই জানা গিয়েছিল ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলবেন না আদিল রশিদ। তিনি হজব্রত পালন করতে সৌদি আরব যাবেন।

১২ জুলাই ওভালে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৪ ও ১৭ জুলাই যথাক্রমে লর্ডস ও ম্যানচেস্টারে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রিডন কারসি, লিয়াম লিভিংস্টন, ক্রেইগ ওভারটন, ম্যাথিউ পারকিনসন, জো রুট, জ্যাসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলে ও ডেভিড উইলি।