আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৭১ শিক্ষার্থীকে নিয়ে উল্টে গেলো বাস

ভারতের পশ্চিমবঙ্গে ৭১ শিক্ষার্থীকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাষে উল্টে গেছে স্কুল বাস। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরে। খবর আনন্দবাজার অনলাইন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ২টার কিছুটা পরে ওই দুর্ঘটনা ঘটে। মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়কে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে ৭১ জন শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে ১৫ জনের আঘাত লেগেছে। এর মধ্যে কয়েক জনের মাথাতেও আঘাত লেগেছে। আহতদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে আসে পুলিশও। আহতদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের। ছুটির পর ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

রাজু মোহন্ত নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাড়ি থেকে বেরিয়ে দেখতে পেলাম বাসটি আস্তে আস্তে উল্টে যাচ্ছে। বাসটি সেই সময় আস্তেই যাচ্ছিল।’ 

কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।