আন্তর্জাতিক

লিবিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীদের আগুন

লিবিয়ার পার্লামেন্ট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। পূর্বাঞ্চলীয় শহর টোব্রুকে এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে বিবিসি।

ক্রমাগত বিদ্যুৎ ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে লিবিয়ার অন্যান্য শহরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভকারীরা নির্বাচনের আহ্বান জানিয়েছে।

তাদের দাবির সমর্থনে অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ দ্বীবাহ বলেছেন, দেশের সব প্রতিষ্ঠানে পরিবর্তন দরকার।

অনলাইনে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।

২০১১ সালেকর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করা ন্যাটো সমর্থিত বাহিনী। এর পর থেকে দেশটি এক দশকেরও বেশি সময় ধরে ভয়াবহ বিশৃঙ্খল সময় পার করছে। দেশটির বিভিন্ন অংশ বিদ্রোহী গ্রুপগুলোর দখলে রয়েছে। সমঝোতার লক্ষ্যে গত বছরের ২৪ ডিসেম্বর লিবিয়ায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভেঙে দেওয়া হয় নির্বাচন কমিশন।