আন্তর্জাতিক

মণিপুরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮১

ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮১ তে পৌঁছেছে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এ তথ্য জানিয়েছেন।

বীরেন সিংহ বলেছেন, ‘রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা। ৮১ জনকে আমরা হারিয়েছি, যাদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। মৃতদেহগুলো উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে।’

উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা জওয়ানদের পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। 

ভারতীয় সেনাবাহিনী বলেছে, ‘টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ২৯ জন বাসিন্দাও। তাদের উদ্ধারে কাজ চলছে।’

গত বৃহস্পতিবার পশ্চিম মণিপুরের নোনি জেলার টুপুল রেল স্টেশনের কাছে ধস নামে। সেখানেই ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল।