আন্তর্জাতিক

শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন যিনি

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী বুধবার (১৩ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দিবেন। গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর দেশিটির প্রেসিডেন্ট কে হবেন?

সোমবার (১১ জুলাই) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে পারেন দেশটির বর্তমান স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে কিছুই নেই।

গভীর অর্থনৈতিক সংকটের মাঝে গত শনিবার শ্রীলঙ্কার হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে জড়ো হয়। পরে সেখান থেকে তারা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েন।

বিক্ষুব্ধ জনতা দাবি করেন, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা দখলে নেওয়া বাসভবন ছাড়বেন না। এর পরেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোতাবায়া রাজাপাকসে।