আন্তর্জাতিক

ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান 

ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মিলেছে। আক্রান্ত ওই ব্যক্তি কেরালা রাজ্যের বাসিন্দা এবং তিনি চার দিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছিলেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, উপসর্গ দেখে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সংগৃহীত নমুনা পুণের ন্যাশনাল ইন্সস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। সেখানেই তার মাঙ্কিপক্সের সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। ওই ব্যক্তি বিদেশে মাঙ্কিপক্স আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন। তাই দ্রুত তার পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসার পর কেন্দ্র একটি বিশেষ দল তৈরি করে রাজ্যে পাঠাবে বলে জানিয়েছে। সেই দলটি রাজ্য সরকারকে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সহায়তা করবে।

বীণা জর্জ বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে।’