মাগুরা পুলিশ লাইনস ব্যারাকের ছাদ থেকে কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান এ ঘটনা জানিয়েছেন।
আরও পড়ুন: মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ‘আত্মহত্যা’
কামরুল হাসান জানান, রাতে ডিউটি থেকে ফিরে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ব্যারাকের ছাদে গিয়ে নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন মাহমুদুল হাসান (২৩)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজলো সদরের এজাজুল হকের ছেলে। মাহমুদুল দেড় মাস আগে বদলি হয়ে মাগুরায় আসেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ মাগুরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান আরও জানান, বদলির আগে কনস্টেবল মাহমুদুল খুলনায় কর্মরত ছিলেন। সেখানে তিনি নিহত পুলিশ কর্মকর্তা লাবনী আক্তারের সাবেক দেহরক্ষী ছিলেন।