বিনোদন

রাব্বু ভাইয়ের বউ-এর শুটিং চলছে

পাভেল রহমান ঢাকা, ২২ এপ্রিল : মঙ্গলবার উত্তরার রাজ্য শুটিং হাউসে শুরু হয়েছে নির্মাতা ইমরাউল রাফাতের নতুন ধারবাহিক নাটক ‘রাব্বু ভাইয়ের বউ’-এর শুটিং । আজকের শুটিং-এ অংশ নিয়েছেন পার্থ বড়ুয়া, অপর্ণা, জয়নাল জ্যাকসহ আরও অনেকে। নাটকটির অভিনয় শিল্পী জয়নাল জ্যাক রাইজিংবিডিকে জানিয়েছেন, ধারাবাহিকটিতে রাব্বু ভাইয়ের পিএ’র চরিত্রে অভিনয় করছেন তিনি। রাব্বু ভাইকে কেন্দ্র করে এ নাটকের গল্প তৈরি হয়েছে। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘এ নাটকে সামিয়া (অর্পণা) ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির মেয়ে এবং রাব্বু ভাই (পার্থ) ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে অভিভাবকের কাছে সমাদৃত। পড়াশোনা থেকে শুরু করে সাংস্কৃতিক, সাংগঠনিক কোন ধরনের কাজেই তার উৎসাহের কমতি নেই। বয়স ৪০ এর কোঠায় গেলেও এখন তাকে সবাই কাঙ্খিত ‘ব্যাচেলর’ মনে করে। তাদের মধ্যে ঘটে নানা ঘটনা।’নাটকটিতে রাব্বু ভাইয়ের চরিত্রে দেখা যাবে পার্থ বড়ুয়াকে। ৫২ পর্বের এ ধারাবাহিকটি শিগগিরই চ্যানেল নাইনে প্রচারিত হবে। এছাড়াও এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, টয়াসহ প্রমুখ।

   

রাইজিংবিডি/শান্ত/রাশেদ শাওন