সারা বাংলা

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। প্রকারভেদে ১৬০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। 

সরবরাহ কমার কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 

মঙ্গলবার (২ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়। গত দুইদিন আগে সবজি বাজারে কাঁচা মরিচের দাম ছিলো ১৬০ টাকা। দুইদিন পর আজ তা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। 

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা লুৎফর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। দুইদিন আগে কাঁচা মরিচের কেজি ছিলো ১৬০ টাকা, আজ কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। বাজার নিয়মিত মনিটরিং না হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী দাম বৃদ্ধি করে দেয়।’

বাজারের কাঁচা মরিচ বিক্রেতা আব্দুল লতিফ বলেন, ‘ভারত থেকে কাঁচামরিচ আমদানি না হওয়ার কারণে মোকামগুলোতে বেশি দামে মরিচ বিক্রি করছেন কৃষকরা। আমরা ব্যবসায়ীরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। এসব কাঁচামরিচ আমরা পাঁচবিবি জয়পুরহাট থেকে কিনে আনছি।’

তিনি আরও বলেন, ‘বিগত দিনে তীব্র গরম এবং কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে, যার কারণে মরিচের দাম বেড়ে যাচ্ছে।’