উদ্যোক্তা/ই-কমার্স

নারী উদ্যোক্তাদের পাশে ‘মমতা’

সমাজে নতুন নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে নতুন নারী উদ্যোক্তা সৃষ্টিতে উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশিপ অ্যান্ড উইম্যান ওর্য়ার্কাস লাইফ স্কিল ডেভেলপমেন্ট (ডাব্লিউই ডাব্লিউ ডাব্লিউ এলএসডি) প্রকল্পের মাধ্যমে কাজ করছে বেসরকারি সংস্থাটি। 

আন্তর্জাতিক ব্রান্ড লুলুলেমন’র সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করছে মমতা। 

মঙ্গলবার (২ আগস্ট) নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে এসএমই বিজনেস সেট আপ এবং পুঁজি ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালার পাশাপাশি অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসায় সম্প্রসারণে এককালীন আর্থিক অনুদান প্রদান করে মমতা। 

অনুদান হিসেবে নারী উদ্যোক্তাদের ১২ হাজার টাকার চেক বিতরণ করেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক।  এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

উল্লেখ্য, সমাজে নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মজীবী নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধিতে ডাব্লিউই ডাব্লিউ ডাব্লিউ এলএসডি প্রকল্পের মাধ্যমে কাজ করছে মমতা।