বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বৈদ্যুতিক সরঞ্জামসহ ৪ জন গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- রামপাল উপজেলার মো. আসাদ শেখ (৩২) ও মো. সোহেল শেখ (২১), মোংলা উপজেলার সুব্রত রায় (২১) ও বাগেরহাট সদরের মো. রাসেল (৩৮)।
এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া কপার ফ্লাট ১টি, কপার ক্যাবল ১১ কেজি এবং ২টি কপার কন্ডাকটার উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গত ৯ ও ১০ আগস্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়। এ ঘটনায় র্যাব-৬ এর কাছে ক্ষতিগ্রস্ত কোম্পানির সাইড ইনচার্জ লিখিত অভিযোগ দেন। এরপর অনুসন্ধান করে চুরির মালামালসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় রামপাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।