সারা বাংলা

অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে হিলি বন্দর বাজারে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে। এই বাজারে ১৬০ কেজি দরের মরিচ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। 

ভারত থেকে আমদানি বাড়ায় এবং দেশে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কাঁচা মরিচের দামে কমেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে হিলি বাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহে ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচ পাইকারি বাজারে বিক্রি হয়েছিলো ১৬০ টাকা কেজি। আজ (বুধবার) তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। আবার খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতাদের মধ্যে।

বাজারে মরিচ কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘কাঁচা মরিচের দাম অনেক কমেছে। গত সপ্তাহেও ১৮০ টাকা কেজি নিয়েছিলাম। আজ ৮০ টাকা দরে কাঁচা মরিচ নিলাম।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘কাঁচা মরিচের দাম কমে গেছে। গতকাল ১৩০ টাকা কেজি পাইকারি নিয়েছিলাম। একদিন পর আজকে সেই ভারতীয় মরিচ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে পাইকারি নিলাম। তবে এক সপ্তাহ আগে এই মরিচের দাম ছিলো ১৬০ কেজি। আজ আমরা ১০০ থেকে ১২০ টাকা দরে খুচরা বিক্রি করছি।’

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে গত ৬ আগস্ট থেকে এই বন্দরে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। আমদানি হওয়ায় কমে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম। আবহাওয়া ভালো থাকায় দেশে কাঁচা মরিচের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। আশা করছি সামনের দিনগুলোতে দাম আরও কমে যাবে।’

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৫টি ট্রাকে ১০৪ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে এই বন্দরে আমদানি হয়েছে।