প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন সিলেট বিভাগের অলোক কাপালি। ডানহাতি ব্যাাটসম্যান সোমবার (২৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন।
তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি। নিজের ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়ে অলোক লিখেছেন, ‘আমি ২০০০/০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ফরমাম্যাটে অংশগ্রহণ করেছি। এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, উনাদেরসহ সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
‘আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেট ( ওডিআই, টি-টোয়েন্টি ইত্যাদিতে) অংশগ্রহণ করব।’
‘আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যেকোনো সহায়তার জন্য আমি সাধ্যমত চেষ্টা করব প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’
৩৮ বছর বয়সী অলোকের প্রথম শ্রেণিতে অভিষেক ২০০১ সালে। পরের বছরই জাতীয় দলে জায়গা করে নেন।
প্রথম শ্রেণিতে তার ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য৷ ১৭২ ম্যাচে ২৮৫ ইনিংসে রান করেছেন ৯ হাজার ১৩৮টি। সেঞ্চুরি রয়েছে ২০টি, হাফসেঞ্চুরি ৩৭টি। ডাবল সেঞ্চুরি আছে তিনটি। ২২৮ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এছাড়া বল হাতে উইকেট নিয়েছেন ২২৭টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৭ বার।
তবে জাতীয় দলের হয়ে খুব ভালো সময় কাটেনি তার। খেলেছেন ১৭ টেস্ট। দুই ফিফটিতে করেছেন ৫৮৪ রান। লেগ স্পিনে উইকেট নিয়েছেন ৬টি।
তবে বাংলাদেশের জার্সিতে তার মনে রাখার মতো একটি রেকর্ডও রয়েছে। ২০০৩ সালের ২৭ আগস্ট শুরু হয় পেশোয়ার টেস্টের তৃতীয় দিন সাব্বির আহমেদ, দানিশ কানেরিয়া ও উমর গুলকে টানা তিন বলে আউট করে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন অলোক কাপালি। তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর ২৪০ দিন। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন তিনি।
১৭ বছর পর কাপালির সেই রেকর্ড ভাঙেন ২০২০ পাকিস্তানের নাসিম শাহ।