খেলাধুলা

ইউএস ওপেন জিতে আলকারেজের ইতিহাস

ইউএস ওপেনের ফাইনালে রোববার ক্যাস্পার রুডকে হারিয়ে এটিপি র‌্যাংকিংয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ এক নম্বর টেনিস খেলোয়াড় এখন কার্লোস আলকারেজ।

২৩ বছর বয়সী রুডকে তিন ঘণ্টারও বেশি সময়ের লড়াইয়ে ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩ গেমে হারান স্প্যানিশ এই টিনএজার। ২০০৫ সালের জুনে স্বদেশী রাফায়েল নাদালের পর পুরুষ গ্র্যান্ড স্লামের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন আলকারেজ।

ছেলেবেলার স্বপ্নপূরণে উচ্ছ্বসিত এই তরুণ, ‘এটা এমন কিছু যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, এক নম্বর হওয়া ও চ্যাম্পিয়ন।’

হারলেও রুড এক নম্বরে ওঠার বাসনা ধরে রাখবেন, ‘আজ ছিল বিশেষ দিন, কার্লোসের জন্যও। আমি জানতাম আমরা কিসের জন্য খেলছি এবং কি বাজি ধরেছি। আমি হতাশ যে এক নম্বর হতে পারলাম না, তবে দুই নম্বরও খারাপ না।’